বিপিআইএর সভাপতি সৈয়দ আবু সিদ্দিকীর নামাজে জানাজা বুধবার

438

bpia

আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আবু সিদ্দিকী গত ৯ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ৮টায় ভারতের দিল্লির একটি আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন নাতি এক নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। এছাড়া ডেইরি, কৃষি, পোল্ট্রি ও মৎস্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল ‘ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম’ পত্রিকার প্রধান সম্পাদক ও সিইও শফিকুল ইসলাম তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

মরহুমের জানাজা আগামীকাল বুধবার (১২ ডিসেম্বর) বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন