বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (BPIA) নির্বাচনী প্যানেল গঠন

247

পোল্ট্রি শিল্পে তৃণমূল পর্যায়ে প্রান্তিক খামারিদের প্রাপ্য অধিকার আদায় ও পোল্ট্রি শিল্পকে বিকশিত করার লক্ষ্যে আগামী ২৩/০১/২৩ইং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (BPIA) নির্বাচনে পোল্ট্রি শিল্প সুরক্ষা প্যানেলের (২০ থেকে ৩৮) নির্বাচনী প্যানেল গঠন গঠিত হয়েছে।

পোল্ট্রি শিল্প মানে কাচামাল আমদানি কারক, যন্ত্রাংশ, ফিড মিল, ডিলার, খামারি, রেডি ব্রয়লার সেলার, ডিমের আড়ৎদার সবাই এই শিল্পের অন্তর্ভুক্ত। সরকার অনুমোদিত সবচেয়ে পুরাতন এই সংগঠন নিয়ে সারা বাংলাদেশের এই শিল্পের অন্তর্ভুক্ত খুব কম মানুষ জানত। পোল্ট্রি শিল্পের এই সংগঠনের সদস্য থাকা দরকার ছিলো হাজারে হাজারে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই এর সদস্য সংখ্যা ৫০০ জনের নিচে।

প্যানেলটির নির্বাচনী অংগীকার হলো অধিক সংখ্যক এই শিল্পের মানুষকে এর অন্তর্ভুক্ত করে, সংগঠনকে শক্তিশালী করে সরকারের সাথে কাজ করে শিল্প সংক্রান্ত দাবিদাওয়া আদায়ের মাধ্যমে পোল্ট্রি শিল্পকে সুরক্ষা দেয়া।