বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিটে নিয়োগ

385

300

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চারটি পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: উপপরিচালক

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্যবিজ্ঞান বা মাৎস্যবিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স অনূর্ধ্ব-৪৫ বছর। উক্ত পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন: উক্ত পদে বেতন দেওয়া হবে ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা।

পদের নাম: উচ্চমান সহকারী

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস থাকতে হবে। একজনকে এই পদে নিয়োগ দেওয়া হবে।

বেতন: উক্ত পদে বেতন দেওয়া হবে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তিনজনকে এই পদে নিয়োগ দেওয়া হবে।

বেতন: উক্ত পদে বেতন দেওয়া হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

পদের নাম: কেয়ারটেকার

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্যবিজ্ঞান বা মাৎস্যবিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় শ্রেণির বিভাগ বা সমমানের সিজিপিএর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এ ক্ষেত্রে অফিস তত্ত্বাবধানে নিরাপত্তা বিধান কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একজনকে এই পদে নিয়োগ দেওয়া হবে।

বেতন: উক্ত পদে বেতন দেওয়া হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা চাকরির আবেদন ফরম ইনস্টিটিউটের ওয়েবসাইট (http://www.fri.gov.bd/) থেকে ডাউনলোড করে তা পূরণ করে মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা: আবেদনপত্র ৫ এপ্রিল-২০১৮ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।

Rafid

 

 

 

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন