বাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

325

BAU-Pic-2

নাজিব মুবিন, বাকৃবি থেকে: ‘মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ পালিত হয়েছে।

তিন দিনব্যাপী নানা কার্জক্রমের মধ্য দিয়ে এ মৎস্য পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ।

সকাল ১১টার দিকে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর, সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা র‌্যালিতে অংশগ্রহণ করে।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে মাৎস্যবিজ্ঞান অনুষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আরো পড়ৃন:

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে র‌্যালি ও আলোচনা সভা

লক্ষ্মীপুরে ৩ মৎস্যচাষিকে সম্মাননা

অতি বর্ষণে যশোরাঞ্চলে শীতকালীন সবজির চারা নষ্ট

খুলনায় বিভাগীয় বৃক্ষরোপন অভিযান-১৭ উদ্বোধন

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম