বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের অভিন্ন ডিগ্রি প্রদানের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

327

বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ( বাকৃবি ) এ বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশন (বিভিএসএফ) এর উদ্যোগে দেশের সকল ভেটেরিনারি কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের জন্য অভিন্ন ডিগ্রি প্রদানের প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১৫ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক মিলনায়তনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.লুৎফুল হাসান।

প্রফেসর ড.লুৎফুল হাসান বলেন, ‘আমরা সকল বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের সাথে আলোচনা সাপেক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন ডিগ্রি প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করব।’

বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশন (বিভিএসএফ) এর সভাপতি মো ইমতিয়াজ আবির এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ছাত্র বিষয়ক উপদেষ্টা ড.সোলায়মান আলী ফকির, প্রফেসর ড এমদাদুল হক চৌধুরী, প্রফেসর ড মো রফিকুল আলম, প্রফেসর ড. নাছরিন সুলতানা জুয়েনা , সভা আয়োজন কমিটির আহবায়ক ডা মোর্শেদ মুরাদ, বিভিএসএফ এর সহ সভাপতি তৌফিক ই মাওলা প্রমুখ।

উক্ত আলোচনা সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মো রতন রহমান।