বাকৃবির ৫৭ বছর উদযাপন সফল হওয়ায় উপাচার্যের কৃতজ্ঞতা প্রকাশ

313

বাকৃবি-উপাচার্য

নাজিব মুবিন, বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ৫৭ বছরপূর্তি অনুষ্ঠান এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ময়মনসিংহ জেলা প্রশাসন এবং বিশেষ ভাবে ময়মনসিংহ পুলিশ সুপার ও পুলিশ প্রশাসনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন উপাচার্য।

রোববার সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হমিদ। অনুষ্ঠানের আগের রাতে অগ্নিকাণ্ডে মূল প্যান্ডেলে পুড়ে যাওয়ায় রাষ্ট্রপতির আসা প্রায় অনিশ্চিত হয়ে যায়। কিন্তু রাষ্ট্রপতির আন্তরিকতায় রাতের মধ্যে অনুষ্ঠানের জন্য নতুন করে বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনকে সাজিয়ে অনুষ্ঠানকে সফল করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ময়মনসিংহ জেলা প্রশাসন এবং ময়মনসিংহ পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করেছে। বিশেষ করে তিনি ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এবং তার প্রশাসনকে ধন্যবাদ জানান।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন