বাকৃবি ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন কমিটি

323

বাকৃবি

নাজিব মুবিন, বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের ইফতার কমিটি গঠিত হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করবেন শেষ বর্ষের শিক্ষার্থী মো. ওবায়দুল্লাহ চপল।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতির হিসাবে ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ ও সহযোগী অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার দায়িত্ব পালন করবেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ সিফাত, কোষাধ্যক্ষ আব্দুর রউফ মোল্লা, দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক মো. রাহাত খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ জনি, যোগাযোগ সম্পাদক তানজিদা হক তিথি, ক্রীড়া সম্পাদক মুক্তারী আরজুম তন্দ্রা, সাংস্কৃতিক সম্পাদক ইয়াসমিন তানজিনা হোসেন মম, সাহিত্য সম্পাদক সুমনা মজুমদার ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা নির্বাচিত হয়েছেন।

এছাড়াও বিভিন্ন সহকারী পদে ২২ জন ও কার্যকরী সদস্য হিসেবে ১৫ জন নির্বাচিত হয়েছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন