বাগমারায় (রাজশাহী) ৩ হাজার ৬ শত ৫০ জন কৃষকের মাঝে  বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন সংসদ সদস্য

396

[su_slider source=”media: 4010,4009″ title=”no” pages=”no”] [/su_slider]

কৃষিবিদ মো. আব্দুল্লাহ-হিল-কাফি, রাজশাহী থেকে: উফশী ও নেরিকা আউশ প্রণোদনার অংশ হিসেবে গত ০৯ এপ্রিল রাজশাহীর বাগমারায় ৩ হাজার ৬ শত ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। নগরীর ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রণোদনার শুভ উদ্বোধন করেন রাজশাহী-৪ আসনের (বাগমারা) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। ডিএই আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু এবং ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাজিবুর রহমান।

অনুষ্ঠানে খরিফ (১/২০১৭-১৮ ) মৌসুমে উপজেলার তালিকাভূক্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জনপ্রতি ৫ কেজি উফশী ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি, ১০ কেজিডিএপি ও মোবাইল একাউন্টের মাধ্যমে ৪০০ টাকা এবং ৬ শত ৯০ জন কৃষকের মাঝে ১০ কেজি নেরিকা ধান বীজ ও একই পরিমাণ সার এবং মোবাইল একাউন্টের মাধ্যমে ৮০০ টাকা করে প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌর এলাকার মোট ৪ হাজার ৩শ’ ৪০ কৃষকের মাঝে বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান টুকু, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মরিয়ম বেগম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, প্রভাষক মাহাবুবুর রহমান, সিরাজ উদ্দিন সরুজ, উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।