বাঘার (রাজশাহী) পদ্মার চরে এখন সবুজে সমারোহ

325

P1100880

মো. এরশাদ আলী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে এ বছরে ব্যাপক ফসলের চাষাবাদ হয়েছে। চলতি বছরে এখানে বোরোধান, গম, আলু, ভুট্টা, সরিষা, পাট, আখ, মসুর, মটরশুটি, পেঁয়াজ, রসুন, বেগুন, কুল, পেয়ারা, আম, কালিজিরাসহ ৩৬ প্রকারের ফসল চাষ হচ্ছে। পদ্মার চরে এখন সবুজে সবুজে সমারোহ। পাকুড়িয়া ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মো. রবিউল ইসলাম ও জাফর ইকবাল’র জানান, পদ্মার চরাঞ্চলে আগে তেমন কোনো ফসল চাষ হতো না। শুধু ধু-ধু বালি আর বালি, মধ্যে মধ্যে খিরা, করলা চাষ হতো, তাও সামান্য। উপজেলা কৃষি অফিসার মোসা. সাবিনা বেগম গত ২৮ ফ্রেরুয়ারি পদ্মার চরাঞ্চল পরিদর্শন করেন। পদ্মার চরে ফসল সম্পর্কে উপজেলা কৃষি অফিসার’র নিকট জানতে চাইলে তিনি বলেন, উপজেলা কৃষি অফিসের পরিকল্পনা এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারদের সহযোগিতা ও পরামর্শের ফলে দানাদার শস্য, সবজি, মসলা ও ফলসহ ব্যাপক ফসল উৎপাদন করা সম্ভাব হয়েছে। চরে এখন ফসলশূন্যতা নেই। চরের কুল, পেয়ারা ও সবজি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তিনি আরো বলেন, আমাদের প্রযুক্তিগত পরামর্শ আর কৃষকের শ্রমের বিনিময়ে চরাঞ্চলে ব্যাপক উচ্চ ফলনশীল ফসল আবাদ হবে। দেশ হবে উন্নত। পরিদর্শনের সময় অতিরিক্ত কৃষি অফিসার নাজনীন আক্তার, ফার্মস এ্যান্ড ফার্মার ২৪.কম’র জেলা প্রতিনিধি মো. এরশাদ আলী. উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. হাফিজুর রহমান, পাকুড়িয়া ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মো. রবিউল ইসলাম, মো. জাফর ইকবাল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।