লেয়ার খামারে বাচ্চার যত্নে যেসব ব্যবস্থা রাখা জরুরী সেগুলো খামারিদের সঠিকভাবে জানতে হবে। আমাদের দেশের ডিমের চাহিদা পূরণে ব্যাপকহারে লেয়ার মুরগি পালন করা হচ্ছে। লেয়ার মুরগির খামারে সঠিক উৎপাদন পাওয়ার জন্য কিছু ব্যবস্থাপনা গ্রহণ করা জরুরী। চলুন আজকে জেনে নিব লেয়ার খামারে বাচ্চার যত্নে যেসব ব্যবস্থা রাখা জরুরী সেই সম্পর্কে-
লেয়ার খামারে বাচ্চার যত্নে যেসব ব্যবস্থা রাখা জরুরীঃ
খাদ্য ব্যবস্থাপনাঃ
প্রথম দুই দিন বিছানো কাগজের উপর গম বা ভূট্টা ভাঙ্গা বা চালের ক্ষুদ।
তৃতীয় দিন হতে ছয় সপ্তাহ পর্যন্ত সুষম বা সম্পূর্ণ ষ্টার্টার খাদ্য।
তৃতীয় দিন পাত্রে ষ্টার্টার রেশন দেয়া শুরু।
চতুর্থ দিন কাগজের উপর খাদ্য দেয়া বন্ধ করতে হবে।
পানি ব্যবস্থাপনাঃ
প্রাথমিভাবে ৪-৫ ঘন্টা গ্লুকোজ বা চিনি মিশ্রিত পানি প্রদান।
পরবর্তিতে ৩ দিন ভিটামিন মিশ্রিত পানি প্রদান।
ব্রুডারের তাপে পানি গরম হতে দেওয়া, কখনও ঠান্ডা পানি প্রদান করা উচিত নয়।
আর্দ্রতাঃ
মুরগির ঘরের মেঝেতে যে লিটার বিছানো হয় তার আর্দ্রতা শতকরা ২০ ভাগ থাকা উচিত। লিটারের আর্দ্রতা কমে গেলে মুরগির দেহের জলীয় অংশ শুষে নেয়, ফলে ডিহাইড্রেশন হয়। লিটারের আর্দ্রতা বেশি হলে ঘরে এ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পায় এবং মুরগির শ্বাস-কষ্টজনিত সমস্যা হয়।
লিটার ব্যবস্থাপনাঃ
শুকনো মেঝেতে ১ থেকে ২ ইঞ্চি পুরু করে লিটার সামগ্রী বিছানোর পর ব্রুডার গার্ড, হোভার এবং হিটিং সরঞ্জাম বসানোর ব্যবস্থা করতে হবে;
খাঁচায় বাচ্চা ব্রুডিং করলে মেঝেতে লিটার বসানোর প্রয়োজন নেই। সরাসরি ব্রুডার খাঁচা স্থাপন করতে হয়।
ভিজা লিটার তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া।
লিটার জমাট বাঁধতে না দেওয়া।
প্রতিদিন লিটার নাড়া চাড়া করা।
বাতাস চলাচলঃ
ঘরের দূষিত বাতাস বের হওয়া এবং বিশুদ্ধ বাতাস প্রবেশের জন্য বাতাস চলাচলের প্রয়োজন।
ছোট ঘরের উপরিভাগে দূষিত বাতাস বের হওয়ার জন্য ফাঁকা জায়গা রাখা হয়।
বাচ্চার যাতে ঠান্ডা না লাগে সে জন্য সীমিতভাবে বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হয়।
শীতের সময় বিশেষ সতর্কতা করতে হয়। ব্রুডার ঘরের চতুর্পাশে পরিবেশের তাপমাত্রা অনুসারে চট লাগিয়ে দেয়া যেতে পারে। ঘরের ভিতরের তাপমাত্রার উপর এই চট উঠা-নামা করতে হবে। তবে কোন অবস্থাতেই পলিথিন সীট ব্যবহার করা যাবে না।
ফার্মসএন্ডফার্মার/২৮এপ্রিল ২০২২