বাচ্চা সঠিক ভাবে খাদ্য ও পানি গ্রহণ করছে কিনা তা নির্ণয়

361

পরিক্ষা

  • ৩০-৪০ টি বাচ্চা ৩-৪টি ব্রুডার থেকে নিয়ে পর্যবেক্ষণ করতে হবে যদি ক্রুপ পরিপূর্ণ নরম এবং গোলাকার হয় তবে খাদ্য ও পানি দুটোই গ্রহণ করেছে।
  • যদি শক্ত এবং ফিডের দানা অণূভূত হয় তবে শুধু ফিড খেয়েছে পানি খায়নি।
ক্রুপ পরিপূর্ণ কি না পরিক্ষার সময় টার্গেট বাচ্চার সংখ্যা %
বাচ্চা ছাড়ার ২ ঘন্টা পর ৭৫
৮ ঘন্টা পর >৮০
১২ ঘন্টা পর >৮৫
২৪ ঘন্টা পর >৯৫
৪৮ ঘন্টা পর >১০০