বাছুরের সাদা উদরাময় (ডায়েরিয়া) হলে যা করতে হবে

440

সাদা উদরাময় বা ডায়রিয়ার অসুখ সাধারণত ১ দিন বয়স থেকে ৩ সপ্তাহ এর বয়সের বাছুরের মাঝে দেখা যায়। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ।

লক্ষণ: বাছুর ঘনঘন চাল ধোয়া পানির মত দূর্গন্ধযুক্ত সাদা পাতলা পায়খানা করে। বাছুরের অরুচি হয় এবং শরীরে পানি শূন্যতা দেখা দেয়। বাছুর দুর্বল ও ক্রমে ক্রমে নিস্তেজ হয়ে মারা যায়।

করণীয়: জন্মের পর বাছুরকে পর্যাপ্ত পরিমাণ কাঁচলা/শাল দুধ পান করাতে হবে। বাছুরকে পরিস্কার-পরিচ্ছন্ন স্থানে রাখতে হবে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে।

চিকিৎসা: সালফানামাইড বা অক্সিটেট্রাসাইক্লিন অথবা উভয় জাতীয় ঔষধ নির্ধারিত মাত্রায় ৪ থেকে ৫ দিন ব্যবহার করতে হবে। প্রয়োজনে স্যালাইন ব্যবহার করতে হবে।

অবস্থার উন্নতি না হলে অবশ্যই ‍পুশু চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে হবে। সূত্র: প্রাণিসম্পদ অধিদফতর

ফার্মসএন্ডফার্মার/ ১৫ আগস্ট ২০২১