বাজরিগার পাখির খামার করে আয় করবেন যেভাবে

2053

২০ জোড়া বাজরিগার পাখির খামার থেকে প্রতিমাসে গড়ে ১০০০০ থেকে ২০০০০ টাকা আয় করা সম্ভব । শুধুমাত্র ৩০০০০ টাকা বিনিয়োগ করে। প্রতি এক জোড়া পাখি গড়ে ২ মাসে ১ বার বাচ্চা জন্ম দেয়। প্রতিবার ৪ থেকে ৮ টি বাচ্চা জন্ম দেয়। গড়ে বছরে ৩০ টি বাচ্চা জন্ম দেয়। নতুন বাচ্চা পাখি চার থেকে পাঁচ মাসে পূর্ণবয়স্ক হয়ে যায় ।

প্রতি জোড়া পাখির একমাসে খাবার খরচ ৫০ টাকা । তাহলে ৪ মাসে একজোড়া বাঁচার পেছনে খরচ হয় ২০০ থেকে ৩০০ টাকা। এক জোড়া পূর্ণবয়স্ক পাখির মূল্য ২ থেকে ৩ হাজার টাকা । মাসে এর খাবার খরচ আসে ২০০-৩০০ টাকা । গড়ে এক জোড়া পূর্ণবয়স্ক বাজরিগার পাখির দাম ৮০০ টাকা হিসাব করলে । সব খরচ বাদ দিয়ে লাভ থাকে ৫০০ টাকার মতো।

এক জোড়া পাখি থেকে যদি বছরে ১৫ জোড়া বাচ্চা পাওয়া যায় এর বিক্রয় মূল্য খাবার খরচ বাদে আসে ১৫০০০০ টাকা ।

২০×৭৫০০ =১৫০০০০৳
গড়ে এক মাসে ইনকাম আসবে
১৫০০০০÷১২= ১২৫০০৳

এই পাখিটির পালনের জন্য শুধু প্রয়োজন ধৈর্য আর সঠিকভাবে যত্ন নেয়া। সঠিকভাবে যত্ন না নিলে কাঙ্ক্ষিত ফলাফল আসবে না । বাজরিগার পাখির খাবার দাবার প্রতিদিন নির্দিষ্ট সময়ে দিতে হবে এবং খাবারের গুণগত মান নিয়ন্ত্রণ করতে হবে।

সূত্র: আজকের কৃষি

ফার্মসএন্ডফার্মার/১৬আগস্ট২০