বাজার থেকে গরু ক্রয় করার পর করণীয়

593

বাজার থেকে গরু ক্রয় করার পর যে কাজ গুলো অবশ্যই করতে হবে:

১). মূল খামার থেকে ২১ দিন আলাদা রাখবেন। তবে সেইটা পরিবেশের উপর নির্ভর করবে। অনেকের কিন্তু ২১ দিন রাখার মত জায়গা থাকে না। সে ক্ষেত্রে সর্বনিম্ন ৭ দিন রাখার জন্য চেষ্টা করবেন।

২). বাংলা সাবান ( পঁচা সাবান) দিয়ে ভালো করে ডোলে ডোলে গোসল করাবেন। যাতে করে FMD এর মত আরো যে সকল ভাইরাস রোগ আছে সেগুলা থেকে মুক্তি পাওয়া যায় (দু খুরার মাঝখানে ভালো করে পরিষ্কার করবেন)

৩) পটাস এর পানি দিয়ে স্প্রে করবেন।

৪). পানির সাথে স্যালাইন মিক্স করে খাওয়াবেন। এর ফলে যাতায়াত জনিত ক্লান্তি দূর হবে।

৫). খড় ও ঘাস খেতে দিবেন।

৬).প্রথম কয়েকদিন দানাদার এর পরিমাণ কম দিবেন আস্তে আস্তে বাড়াবেন। যাতে করে পেট ফুলা রোগ না হয়।

ডা মোঃ শাহীন মিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিসিএস প্রাণিসম্পদ

ফার্মসএন্ডফার্মার/০৪ফেব্রুয়ারি২০২১