বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি পালন শুরু করার আগে যা জানা দরকার

892

বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি পালনে যেসব বিষয় বিবেচনা করতে হবে সেগুলো খামারিদের ভালোভাবে জেনেই খামার শুরু করা উচিত। বর্তমানে আমাদের দেশের মাংস ও ডিমের চাহিদা পূরণে ব্যাপকহারে মুরগির খামার গড়ে উঠেছে। খামারে পালন করা মুরগির মধ্যে ব্রয়লার ও লেয়ার মুরগি অন্যতম। আসুন আজ জেনে নেই বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি পালনে যেসব বিষয় বিবেচনা করতে হবে সেই সম্পর্কে-

বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি পালনে যেসব বিষয় বিবেচনা করতে হবেঃ
মূলধনে বিবেচ্যঃ

১। মুরগির খাদ্য ও পরিবহনের জন্য কত খরচ হবে।

২। মুরগির বাচ্চার সংখ্যা অনুযায়ী পুঁজি কত প্রয়োজন হবে।

৩। কিভাবে পুঁজি সংগ্রহ করা যাবে।

৪। মুরগির ঘর তৈরিতে কত খরচ হবে।

বাসস্থান নির্বাচনে বিবেচ্যঃ

১। ঘর তৈরির জন্য কি কি উপকরণ লাগবে এবং সেগুলো কোথা থেকে সংগ্রহ করতে হবে।

২। কোথায় মুরগির বাসস্থান তৈরি করা ঠিক হবে।

৩। ঘরের পরিবেশ কেমন রাখতে হবে।

৪। মুরগির বাসস্থানের জন্য সঠিক স্থান কেমন হবে।

৫। মুরগির সংখ্যা অনুযায়ী কয়টি ঘর তৈরি করতে হবে।

দক্ষতা ও অন্যান্য যোগ্যতাঃ

১। ঋণ পাওয়ার সুবিধা আছে কিনা।

২। ব্রয়লার মুরগি পালন বিষয়ে কোন অভিজ্ঞতা আছে কিনা।

৩। ব্রয়লার মুরগি পালনে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের সুবিধা আছে কিনা।

৪। ব্রয়লার মুরগি ব্যবসা সম্পর্কিত হিসাব নিকাশ গুলো সঠিকভাবে জানা আছে কিনা।

৫। নিজস্ব কোন পুঁজি আছে কিনা।

৬। ব্রয়লার মুরগি পালন বা ব্যবসার ঝুঁকির বিষয়ে প্রশিক্ষণ আছে কিনা।

ফার্মসএন্ডফার্মার/ ১৩সেপ্টেম্বর ২০২১