বাণিজ্যিক ছাগলের খামারে পাঁঠী/ছাগী নির্বাচন করবেন যেভাবে

581

বাণিজ্যিক ছাগলের খামারে পাঁঠী/ছাগী নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় সমূহ :-

01. আকর্ষণীয় চেহারা, ছাগীসুলভ আচরণ, নিখুঁত অংগ প্রত্যংগ ও সুন্দর আকর্ষণীয় গতিবিধি।
02. নির্বাচনের সময় পাঁঠীর বয়স 09- 13 মাসের মধ্যে হওয়া উচিত ।
03. নির্বাচিত পাঁঠী অধিক উৎপাদনশীল বংশের, আকারে বড়, আকর্ষণীয় গঠন হওয়া উচিত ।
04. নির্বাচিত পাঁঠীর মা,দাদী বা নানীর বছরে দুই বার বাচ্চা দেওয়া উচিত এবং প্রতি বারে (কমপক্ষে 74% ক্ষেত্রে) দুই বা ততোধিক বাচ্চা দেওয়া উচিত ।
05. নির্বাচিত পাঁঠীর মা, দাদী বা নানীর বাচ্চার মৃত্যুর হার 10% এর নীচে হওয়া উচিত ।
06. নির্বাচিত পাঁঠীর মা, দাদী ও নানীকে দৈনিক কমপক্ষে 500 গ্রাম দুধ দেওয়া উচিত ।
06. 09 -13 মাস বয়সের পাঁঠী যা গর্ভবতী বা একবার বাচ্চা দিয়েছে এরকম পাঁঠী নির্বাচন করতে হবে ।দাঁত দেখে এ বয়স নির্ণয় করা উচিত ।
07. নির্বাচিত পাঁঠী তুলনামূলকভাবে ত্রিকোণাকৃতির লম্বাটে, পা খাটো কিন্তু সমানভাবে সাজানো হবে ।ছাগীর ওলান বড় ,বাঁট সামঞ্জস্যপূর্ণ, কিছুটা ভিতরের দিকে বাঁকানো এবং দুধের শিরা লক্ষ্যযোগ্যভাবে দেখা যাবে ।
08. নির্বাচিত পাঁঠীর পেট তুলনামূলকভাবে বড় ,পাঁজরের হার চওড়া প্রসারণশীল, দুইটি হারের মাঝখানে কমপক্ষে এক আংগুল ফাঁকা জায়গা থাকতে হবে। এতে ছাগলের অধিক পরিমাণে আঁশ জাতীয় খাবার গ্রহণ এবং দুই বা ততোধিক বাচ্চা ধারণ করতে পারে ।
09. নির্বাচিত পাঁঠীর বুক পর্যাপ্ত পরিমাণে চওড়া হওয়া উচিত যাতে সামনের দুই পা সামঞ্জস্যপূর্ণ দূরত্বে থাকে

ফার্মসএন্ডফার্মার/২৮আগস্ট২০