বাদশাহি চিকেন

1179

Roasted chicken and vegetables on white background

উপকরণ:

মুরগি ১টি (বড়)
তন্দুরি মসলা ২ টেবিল চামচ
টকদই খানিকটা
আদা ২ চা চামচ (বাটা)
লবণ স্বাদ মতো
বাদাম তেল ৩-৪ টেবিল চামচ
চিনি সামান্য পরিমাণ

 

প্রণালী:
মুরগি বড় টুকরো করে কেটে ধুয়ে নিন। লবণ, দই, তন্দুরি মসলা ও আদাবাটা একসঙ্গে মুরগিতে মাখিয়ে ৮-৯ ঘণ্টা রেখে দিন। কড়াইতে বাদাম তেল গরম করে একটু চিনি দিন। চিনি লাল হলেই মুরগি দিয়ে ভেজে নিন। এবার পানি না দিয়ে দই এর রসে সিদ্ধ করুন।