বারবারি ছাগল পালন করা বেশি লাভ, বছরে বাচ্চা দেয় ৪ থেকে ৬ টি

791

ছাগলের নাম : বারবারি ছাগল।
জন্ম স্থান : আমেরিকা।
বাচ্চা দেওর পরিমান : বছরে ৪ থেকে ৬ টি।

বারবারি ছাগলের পুরুষ গুলোর ১ বছর বয়সে ৩০ থেকে ৩৮ কে জি ওজন হয়ে থাকে। আর বারবারি ছাগীর ১ বছরে ১৮ থেকে ২২ কে জি হয়ে থাকে। বারবারি ছাগল দেখতে অনেক টা হরিণের মত সুন্দর।

আর মজার বিষয় হচ্ছে এই ছাগল গুলো আমাদের দেশের বেঙ্গল ছাগলের মত দূরত বাচ্চা দিতে পারে এবং ২/৩ টা বাচ্চা এক সাথে দিতে পারে।১৪ থেকে ১৫ মাষে ২ বার বাচ্চা দেয়। বারবারি ছাগলের মাংসের স্বাদ অনেক ভাল ও এরা দূরত মাংস উৎপাদনশীল ছাগল।

ফার্মসএন্ডফার্মার/১৪অক্টোবর২০