বালাইনাশক কীভাবে মেশাবেন?

786

১। প্রথমে স্প্রে মেশিনের অর্ধেক পানি ভর্তি করুন।

  • তরল বালাইনাশক সাবধানে আস্তে আস্তে নির্দিষ্ট মাত্রায় ঢালুন

  • পাউডার বাকাইনাশক আলাদা পাত্রে প্রয়োজন মতো পানিতে গুলিয়ে স্প্রে মেশিনে ঢালুন

২। তারপর স্প্রে মেশিনের বাকি অর্ধেক পানি দিয়ে ভর্তি করুন। এবার একটি কাঠি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পানির সঙ্গে বালাইনাশক মেশান।