বাসক পাতা দিয়ে সাবলম্বি হয়েছেন পীরগঞ্জের (রংপুর) এসো সমাজ গড়ি সমবায় সমিতির সদস্যরা

704

Meredul Islam pic

সেখ জিয়াউর রহমান, রংপুর থেকে: বিভিন্ন ধরনের ওুষধি গাছের পাতা বিক্রয় করে স্বাবলম্বি হয়েছেন এসো সমাজ গড়ি সমবায় সমিতির সদস্যরা। পীরগঞ্জ’র পাঁচগাছি ইউনিয়ন পরিষদ থেকে ১২ কিলোমিটার রাস্তা লিজ নিয়ে সেখানে বাসকপাতা রোপণ করেছেন বলে জানান সমিতির সভাপতি মো. মেহেদুল ইসলাম মৃদুল। তিনি বলেন,  সমিতির মোট সদস্য সংখ্যা ২শত জন। এর মধ্যে পুরুষ ৭০ এবং নারী ১৩০। প্রতিদিন  সমিতির নারী সদস্যারা বাসকপাতা সংগ্রহ করে একজন কালেক্টরের কাছে জমা করে, সেখান থেকে বিভিন্ন কোম্পানি যেমন- একমি, স্কোয়ার, ওএসবি এসব পাতা কিনে নিয়ে যায়। কালেক্টর প্রতি কেজি বাসক পাতায় এক টাকা করে কমিশন পায়। এসব কোম্পানির সাথে সমিতির চুক্তি করা আছে বলে জানান মৃদুল। প্রতি কেজি বাসক পাতা শুকিয়ে  ৪২ টাকা কেজি দরে বিক্রয় করা হয়। প্রতি নারী সদস্যরা মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫ শত টাকা আয় করতে পারেন।  টাকার একটি অংশ সমিতির সঞ্চয় হিসেবে জমা হয়।  প্রতি মাসে ১ হাজার ৪ শত কেজি থেকে ১ হাজার ৬ শত কেজি বাসক পাতা সংগ্রহ করা যায়। সমবায় সমিতির  বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম চলমান আছে। যেমন: বিধবা মহিলাদের সেলাই মেশিন বিতরণ; তুলসী, অশ্বগন্ধা, কালমেঘ, পুদিনাপাতা, পিপলসহ বিভিন্ন ধরনের ওষুধি গাছের চারা রোপণ এসব উল্লেখ করার মতো। তুলসির পাতা দিয়ে উন্নত মানের চা তৈরি কাজেও তারা সম্পৃক্ত আছে। গাইবান্ধার একটি কোম্পানির সাথে তাদের চুক্তি হয়েছে । তারা যতো তুলসিপাতা সংগ্রহ করবে, ওই কোম্পানি সবটুকু ক্রয় করবে।