বাড়ন্ত দেশি মুরগির আদর্শ সুষম খাদ্য তৈরি করবেন যেভাবে

3050

দেশি মুরগির আদর্শ গ্রোয়ার খাদ্য তালিকাঃ

প্রিয় খামারি ভাইয়েরা,অনেকেই জানতে চান কিভাবে দেশি মুরগির জন্য আদর্শ সুষম খাদ্য তৈরি করব?

আমার আজকের লেখা তাদের জন্যই।

সাধারনত মাংসের জন্য পালিত দেশি মুরগিকে স্টার্টার ফিড এবং গ্রোয়ার ফিড দেয়া হয় এবং ডিমপাড়া মুরগিকে লেয়ার ফিড দেয়া হয়।

আজকের এই পর্বে আমি আপনাদের জানাব কিভাবে দেশি মুরগির জন্য আপনার হাতের কাছেই প্রাপ্য খাদ্য উপাদান দিয়ে আদর্শ সুষম খাদ্য বানানো যায়?

১ম পর্বে আমি আপনাদের জানাব দেশি মুরগির গ্রোয়ার খাদ্য কি কি উপাদান ,কি কি পরিমানে লাগবে?

আমরা এখানে ১০০ কেজি গ্রোয়ার খাদ্য তৈরির রেশন ফর্মূলেশন করবঃ

খাদ্য উপাদানের নাম পরিমাণ
ভুট্টা ভাঙ্গা ৬০ কেজি
চালের কুড়া ৯.৫ কেজি
সয়াবিন ১২ কেজি
গমের ভুষি ৭.৫ কেজি
সরিষা/তিলের খৈল ৭.৮ কেজি
লাইমস্টোন ১.২ কেজি
ডিসিপি ৮০০ গ্রাম
ভিটামিন-মিনারেল প্রিমিক্স ৫০০ গ্রাম
লাইসিন ১০০ গ্রাম
মিথিওনিন ১০০ গ্রাম
খাবার লবন ৫০০ গ্রাম
মোট পরিমাণঃ ১০০ কেজি
উপরোক্ত উপাদানের সমন্বয়ে খাদ্য তৈরি করলে এর পুষ্টিমান হবে নিম্নরূপঃ

প্রোটিনঃ ১৭.২৪%

বিপাকীয় শক্তিঃ ২৬০৬ কিলো ক্যালরী

এবং এইসকল উপাদানে খাদ্য খরচ হবে আনুমানিক ২৯ টাকা প্রতি কেজি। তবে পরিমাণ এবং বাজার দর তারতম্যের কারনে অথবা স্থান ভেদে এই মূল্য কম বা বেশি হতে পারে।

ফার্মসএন্ডফার্মার/২৩সেপ্টেম্বর২০