নাজিব মুবিন, বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা: জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে (বিএফআরআই) পাঁচ দিনব্যাপী মৎস্য প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
শুক্রবার দুপুর ১১টার দিকে বিএফআরআই অডিটরিয়ামে মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএফআরআইয়ের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব জনাব অসীম কুমার বালা এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ।
এছাড়াও মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের সার্কিট হাউজ প্রাঙ্গণে ২০-২৪ জুলাই পর্যন্ত এ প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ২২টি স্টল রয়েছে। মেলায় মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মৎস্য সর্ম্পকিত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন