বিজিবি’র ‘সবুজ সীমান্ত’ বৃক্ষরোপণ অভিযান ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

1058

44

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে ‘সবুজ সীমান্ত’ বৃক্ষরোপণ অভিযান ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার সকালে বিজিবি মহপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের অভয়ারণ্যে গাছের চারা রোপণ এবং বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ড সংলগ্ন বকুলতলা পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।

আজ থেকে ৪ আগস্ট পর্যন্ত এ কর্মসূচি চলবে। কর্মসূচির অংশ হিসেবে বিজিবির সকল রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান, ব্যাটালিয়ন এবং সীমান্তে অবস্থিত বিওপিসমূহের খালি জায়গায় বনজ, ফলদ, ভেষজ ও অন্যান্য গাছের চারা রোপণ এবং উল্লেখিত স্থানের পুকুরগুলোতে পর্যাপ্ত মৎস্য পোনা অবমুক্ত করা হবে।

বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে বিজিবি সদর দপ্তর পিলখানাসহ বিজিবির সকল রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও প্রতিষ্ঠানসমূহের প্রত্যেক বিজিবি সদস্য কমপক্ষে দু’টি গাছ রোপন করবেন। আর এ কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক গাছের চারা রোপণ করা হবে।

মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুযায়ী বিজিবি’র সকল ইউনিটের পুকুর ও জলাশয়ে সর্বমোট ১০ লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত করা হবে।

উভয় কর্মসূচিতে বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক ও বেসামরিক কর্মচারীরা অংশগ্রহণ করেন। সূত্র: বাসস

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম