বিপিআইসিসি’র ‘পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭’ অনুষ্ঠিত হবে নভেম্বরে

410

7a23227933ee7ac5830c5d43bd6

পোল্ট্রি ইস্যু নিয়ে কাজ করছেন এমন পেশাগত সাংবাদিক ও কলম সৈনিকদের কাজের স্বীকৃতি, মূল্যায়ন ও তাদের নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) আগামী নভেম্বর মাসে দ্বিতীয়বারের মত “পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড” প্রদান করতে যাচ্ছে।

এজন্য আগ্রহীদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রতিবেদনের কপি নিম্নবর্ণিত ঠিকানায় সরাসরি কিংবা ডাক যোগে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

নিম্নলিখিত ৪টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে:

(ক) দৈনিক সংবাদপত্র

(খ) টিভি, রেডিও

গ) বার্তা সংস্থা/অনলাইন

ঘ) পোল্ট্রি/কৃষি ম্যাগাজিন

পুরস্কার হিসেবে প্রাইজমানি ছাড়াও বিজয়ীদের মেডেল/ক্রেস্ট এবং সনদ প্রদান করা হবে।

প্রতিবেদনের প্রকাশ/প্রচার কাল: “ অক্টোবর ২০১৬ থেকে অক্টোবর ২০১৭” পর্যন্ত

প্রতিবেদন পাঠানোর ঠিকানা: বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), মেগা ডেমিসিল, ফ্ল্যাট-বি৬, প্লট-৯১, রোড-৪, ব্লক-বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২।

বিস্তারিত তথ্যের জন্য আপনারা বিপিআইসিসির মিডিয়া উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফোন: ০১৯১১৩১৬৯৭৮, ইমেইল: [email protected], [email protected]

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম