বিশ্বের সবচেয়ে দামি আম ‘রেড ম্যাংগো’র প্রতিটির মূল্য ৬ হাজার টাকা!

656

আম01

একটি আমের মূল্য ছয় হাজার টাকা। শুনে হয়তো আপনার চোখ কপালে উঠেছে। উঠারই তো কথা কেননা কথাটি সত্য। এটিই বিশ্বের সবচেয়ে দামি আম। বিশ্ব বাজারে এটি ‘রেড ম্যাংগো’ নামে পরিচিত। আমটির স্বাদ অন্য আমের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি। এত দামি আম সম্পর্কে অবশ্যই জানার আগ্রহ হচ্ছে । তাই আসুন জেনে নেই আমটি সম্পর্কে-

নাম: আমটির নাম মিয়াজাকি। এটি জাপানিজ আম। বিশ্ব বাজারে এটি ‘রেড ম্যাংগো’ নামে পরিচিত। যা বর্তমানে নোয়াল ফার্ম বাণিজ্যিকভাবে উৎপাদন করছে।

দাম: আমটির গড় ওজন প্রায় ৭০০ গ্রামের মতো। এর দাম প্রায় ৭০ ডলার বা ৬ হাজার টাকা। সে হিসেবে প্রতি ১০ গ্রাম আমের দাম ১ ডলারের মতো।

চাষ পদ্ধতি: আমটি স্বাদের চেয়ে চাষ পদ্ধতির কারণে বেশি দামি। আমটির মজাদার চাষ পদ্ধতি হচ্ছে-

১. একটি গাছের জন্য নির্দিষ্ট পরিমাণ মাটি ব্যবহার করা হয় (টবের মতো)।
২. পুরো বাগানকে স্বচ্ছ ছাউনি বা অফসেড দিয়ে ঢেকে রাখা হয়।
৩. একটি মুকুলে মাত্র একটি আম রেখে বাকি আমগুলো ছাঁটাই করা হয়।
৪. আম পরিপক্ক হলে প্রতিটি আমকে উপরের ছাউনির সাথে বেঁধে রাখা হয়।
৫. একটি নেট ব্যাগের মধ্যে আমটি আলতোভাবে ঝুলিয়ে রাখা হয়।
৬. আমটি ন্যাচারালি একা একা পাকে।
৭. আমটি মাটিতে না পড়ে অক্ষত অবস্থায় ঝুলন্ত নেট ব্যাগের মধ্যে পড়ে।
৮. মাটির স্পর্শ ছাড়াই আমটি বাজারজাত করা হয়।

আম00120

প্রিয় পাঠক ও আম চাষিরা কি হলো এখনো ঘোর কাটেনি? না কাটারই কথা। সত্যি এই রেড ম্যাংগো তো এমনি এমনি এত দামি হয়নি। হয়তো একদিন আপনার বাগানেও এরকম আম ঝুলে থাকবে এই স্বপ্ন আমরা দেখতেই পারি, কি বলেন?

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন