১১ অক্টোবর ‘বিশ্ব ডিম দিবসে’ বিপিআইসিসি’র বর্ণাঢ্য আয়োজন

854

ডিম
সারা বিশ্বের মত বাংলাদেশেও বর্ণাঢ্য সব আয়োজনের মধ্য দিয়ে আগামী ১১ অক্টোবর বিশ্ব ডিম দিবস উদযাপিত হবে। পোল্ট্রি শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বিত প্লাটফর্ম “বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও তার সদস্য-সংগঠনগুলো এ দিবসটিকে ঘিরে বেশকিছু কার্যক্রম হাতে নিয়েছে।

যার মধ্যে রয়েছে- আলোচনা সভা, বর্ণিল শোভাযাত্রা, ডিমের পুষ্টিগুণ বিষয়ক জনসচেতনতা কার্যক্রম, স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ, বিশ্ব ডিম দিবসের পোস্টার প্রকাশনা ইত্যাদি।

সরকারের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলস) এবং বিপিআইসিসি যৌথভাবে দেশব্যাপী এসব কর্মসূচী পালন করবে।

রাজধানী ঢাকায় যে কর্মসূচীগুলো পালিত হবে তা নিম্নরূপ:

শোভাযাত্রা : ১১ অক্টোবর, সকাল ৯.৩০ টা, জাতীয় প্রেসক্লাব – পল্টন মোড়-সিরডাপ মিলনায়তন;
আলোচনা সভা : ১১ অক্টোবর, সকাল ১০.৩০ টা, সিরডাপ মিলনায়তন;
ছাত্র ছাত্রীদের মাঝে সিদ্ধ ডিম বিতরণ : ১০ অক্টোবর;
উন্মুক্ত স্থানে পোস্টার লাগানো : ৯-১০ অক্টোবর;

বিশ্ব ডিম দিবস-২০১৯ উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ এবং দেশব্যাপী গৃহীত কার্যক্রম সফল করতে ও ডিম দিবসের বার্তা সকলের কাছে পৌঁছে দিতে সকলের সহযোগিতা চেয়েছেন বিপিআইসিসি সভাপতি জনাব মসিউর রহমান।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ