বিষমুক্ত সবজি ও ফল উৎপাদন করে পুরস্কৃত হলেন তিন নারী

433

pusti-mela-pic-by-eliasarafat-24.04
ইলিয়াস আরাফাত, স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত কৃষি মেলায় তিনজন নারীকে পুরস্কৃত করা হয়েছে। বসতভিটায় বিষমুক্ত বিভিন্ন জাতের শাক-সবজি ও ফল উৎপাদন করায় এ পুরস্কারে ভূষিত হন তারা। এরা হলেন-পবিত্র রানী, পূর্ণিমা রানী ও কল্পনা রানী।

বুধবার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কৃষি মেলা ও কৃষকদের সঙ্গে পুষ্টি বিষয়ক আলোচনা সভায় তাদের পুরস্কৃত করা হয়। সভায় আরও ১১ জন গৃহিনীকে দেয়া হয়েছে শুভেচ্ছা পুরস্কার।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা শায়লা শারমিন, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।

মেলায় বসতভিটায় উৎপাদিত বিষমুক্ত বিভিন্ন জাতের শাক-সবজি ও ফলের পসরা নিয়ে ১৪টি স্টল সাজিয়েছিলেন গৃহিনীরা।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন