লালমনিরহাটে বিষ প্রয়োগে হত্যা করা হলো শতাধিক পাখি

386

পাখি

লালমনিরহাট শহরের কুলাঘাট রোডের সিটি রাইস মিলস লিমিটেড নামের একটি চাতাল মালিকের বিরুদ্ধে চাতালে বিষ দিয়ে পাখি নিধনের অভিযোগ পাওয়া গেছে। পাখির দোষ ধান ঢেকে রাখার প্লাষ্টিক ছিড়ে আহার করা।

শনিবার (১৪ সেপ্টেম্ব) দুপুর ১টা পর্যন্ত ওই চাতালে ২৯টি বাবুই, ২৪ টি ঘুঘু, ২টি সারস, কোয়েল ১টি ও ১টি কবুতর পাখি মারা হয়েছে। লালমনিরহাট শহরের গোলাম রাব্বানী নামের এক যুবক মৃত পাখি গুলো দেখতে পেয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন। এতে মুহুর্তে ছবি গুলো ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সরজমিনে গিয়ে দেখা যায়, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট রোডের সিটি রাইস মিল লিমিটেডের সামনে পাখি গুলো জড়ো করে রেখে পাখি হত্যার বিচার চাই লেখা প্লেকার্ড রয়েছে। সেখানে ২৯টি বাবুই, ২৪ টি ঘুঘু, ২টি সারস, কোয়েল ১টি ও ১টি কবুতর পাখি মৃত দেখা যায়।

ওই চাতালের কর্মচারী কাম ফড়িয়া ধান ব্যবসায়ি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর তেলিপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সালাম বলেন, প্লাষ্টিক ফুটো করে ধান খাওয়ার কারণেই বিষাক্ত কিছু দেয়। এ কারণে পাখি গুলো পড়ে মারা যাচ্ছে। বিষয়টি ঠিক হয়নি। চাতাল শ্রমিক রবিউল ইসলাম ও আশরাফুল ইসলামও একই কথা বলেন। কোহিনুর বেগম নামে একজন নারী তার কবুতর হত্যার বিচার দাবি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, প্রতিটি প্রজাতির একটি করে পাখির নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পশু হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাতাল মালিক মানিক হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে সুইচ অফ পাওয়া যায়।এই বিষয়ে এডিসি রেভিনিউ আহসান হাবীব বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ঘটনাস্থলে এডিসি (রেভিনিউ)আহসান হাবীবকে পাঠানো হয়েছে। তিনি ফিরে আসলেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ