বীজতলা তৈরিতে ব্যস্ত দিনাজপুরের কৃষকরা

555

বীততলা

নয়ন, দিনাজপুর থেকে: আমন ধান কাটা শেষ হতে না হতেই দিনাজপুরে আগাম বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর ২ লাখ ৫৬ হাজার ১৩২ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হবে।

সরেজমিনে দেখা যায়, আমন ধান কাটা এখনো পুরোপুরিভাবে শেষ হয়নি। এখনও ১৫ ভাগ ক্ষেতে পাকা ধান রয়েছে। আমন মৌসুম শেষ হতে না হতেই জেলার ১৩টি উপজেলার কৃষকরা আগাম বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। একদিকে চলছে কর্তন মাড়াইয়ের উৎসব অন্যদিকে আগাম বোরো ফসল উৎপাদনের জন্য বীজতলা তৈরির কাজ।

আগামী ১০ দিনের মধ্যে অবশিষ্ট পাকা ধান কাটা হবে। আমন ধান কাটা হলেই আগাম বোরো বীজতলা রোপণ করা হবে।

এ বিষয়ে ক্ষুদ্র প্রান্তিক শ্রেণির কৃষকরা জানায়, চলতি বছর আমন ধানের আশানুরূপ ফলন হয়েছে। তবে ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা ।

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের দুমাইল গ্রামের কৃষক লতিফ মিয়া জানান, তার দুমাইল গ্রামের কিছু জমিতে এখনো পাকা ধান কাটা হয়নি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে তিনি আগাম বোরো বীজতলা তৈরি শুরু করেছেন। নতুন জমি তৈরি হতে ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। জমি তৈরি হলেই এই বীজতলা রোপণ করবেন।

একই কথা বলেন দিনাজপুর সদর উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামের কৃষক হাফিজুর রহমান। তিনি জানান, আগাম আমন ধান চাষ করে এবার কৃষকরা কিছু লাভ করেছে। তাই কিছু কিছু জমিতে আগাম বোরো বীজতলা তৈরি করছেন যা কিছুদিন পর নতুন জমিতে রোপণ করবেন। আবহাওয়া প্রতিকূল থাকলে এবার বোরো ধানেরও বেশি ফলন পাওয়া যাবে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা জানান, আগাম বোরো বীজতলা তৈরির জন্য প্রতিটি উপজেলার কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বীজতলা তৈরির কাজে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে ইউনিয়ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন