খুলনা বিশ্ববিদ্যালয়ে সয়েল আর্কাইভ স্থাপন

460

মাটি

খুবি সংবাদদাতা: বৃক্ষের জন্য উপযোগী মাটি ঠিক করতে খুলনা বিশ্ববিদ্যালয়ে সয়েল আর্কাইভ স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের ১৬৯৮টি প্লটের মাটির নমুনা সংগৃহ করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে মাটির ২০ ফুট নিচে এই সয়েল আর্কাইভ। উদ্যোগটি বন বিভাগ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের। সহযোগিতা করেছে এফএওএর এবং ইউএসআইডি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, “সুন্দরবন, পার্বত্য এলাকা ও মধুপুরসহ সমগ্র বাংলাদেশকে মোট পাঁচটি ভাগে ভাগ করে সব অঞ্চলের মাটি এখানে রাখা হয়েছে পরীক্ষা-নিরীক্ষার জন্য।

এই সয়েল আর্কাইভ বাংলাদেশে মাটি নিয়ে নানামুখী গবেষণার সুযোগ সৃষ্টি করেছে বলে মনে করছেন এই আর্ন্তজাতিক পরামর্শক ড. ক্রিস্টফার জনসন।

গবেষণার মাধ্যমে কোন গাছের জন্য কী ধরণের মাটি প্রয়োজন এবং মাটিতে কার্বনের পরিমাণ কতো- তা নির্ণয় করা যাবে বলে জানান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী।

মাটির গুণাগুন জেনে সেই এলাকায় উপযোগী বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিআই

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন