বেকারত্ব দূর করতে যুবঋণ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার

313

মন্ত্রী

তরুণদের উদ্যোক্তা হিসেবে দাড়িয়ে তুলতে এবং এই যুবশক্তিকে সময়োপোগী প্রশিক্ষণ ও সহজশর্তে ঋণ দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বিভিন্ন যুব উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

তরুণদের নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের এক তৃতীয়াংশই যুবশক্তি। ভিশন ২০২১ ও ২০৪১ এর উন্নত বাংলাদেশ এবং জাতিসংঘ ঘোষিত এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে বিপুল এ যুবশক্তিকে কাজে লাগানো ছাড়া বিকল্প নেই।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রায় ৬০ লাখ যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সরকার ১ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিয়ে যাচ্ছে। শিগগিরই সরকারকে এ ঋণের পরিমাণ আরও বাড়ানোর আহ্বান জানাবেন তিনি। পাশাপাশি ঋণ প্রদানে চলমান নীতিমালাও শিথিল করার চেষ্টা করা হবে।

প্রতিমন্ত্রী জাহিদ আহসান বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে ৩ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। বেকার যুবকদের যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ ও ঋণগ্রহণ করে সফল উদ্যোক্তা হবারও আহ্বান জানান তিনি।

শেষে, প্রতিমন্ত্রী লৌহজং উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন সফল আত্মকর্মীর খামার পরিদর্শন এবং মতবিনিময় করেন। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ