বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণের উপায়

822

বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণের উপায়

*আক্রান্ত বেগুন ক্ষেতে খুবই সতর্কতার সাথে নজর রাখুনকোনো ডগা শুকিয়ে যাচ্ছে কিনা।

*বেগুণ চাষের জন্য সবসময় মানসম্পন্ন বীজ ব্যবহার করুন।
*আক্রান্ত বেগুনের মথ ক্ষেতের ধারে-কাছে ফেলবেন না। কেননা এতে নতুন মথ জন্ম নিতে পারে।

*বেগুনের ক্ষেতে এই পোকার আধিক্য দেখা দিলে ডিলারের কাছ থেকে বেগুন গাছের ডগা ও ফল ছিদ্রকারী পোকা মারার ফাঁদ কিনে আনতে পারেন।
*পোকা দমনে ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে ফেরোমন ফাঁদ ১০-১২ মিটার দূরে-দূরে পেতে দিন।

*বীজ কেনার আগে ভালভাবে পর্যবেক্ষণ করে দেখুন বীজে কোণ ক্ষতিকর জীবাণু আছে কিনা।

*ক্ষতিকর মথের প্রবেশ ঠেকাতে ক্ষেত্রে চারপাশে জালের বেড়া দেওয়া যেতে পারে।
*আক্রান্ত বেগুনের ডগা ধারালো ছুরি দিয়ে আলাদা করে কেটে মাটিতে পুঁতে রাখুন।
*দিনে অন্তত দু’বার ক্ষেত পরিদর্শন করুন। কারণ এটি খুব দ্রুত বদলে যেতে পারে।
*গাছের নিচের দিকের অপেক্ষাকৃত পুরোনো পাতাগুলো সরিয়ে ফেলুন।
*ঝরা পাতাগুলো সরিয়ে পুড়িয়ে ফেলুন। যাতে পোকা কোকুন তৈরি করতে না পারে।
*কোনো আক্রান্ত গাছ আছে কি-না, তা দেখার জন্য নিয়মিত পর্যবেক্ষণ করুন।ঞ্জাল
*ব্যবহার করলে অবশ্যই অর্ধ সেমি যুক্ত ৩ মিটার জাল ব্যবহার করতে হবে।

*মথকে দূরে রাখতে জালটির ছিদ্র ছোট হতে হবে। মথ ৩ মিটারের উপরে উড়তে পারে না।
*সাদা নাইলনের জাল ব্যবহার করুন। সাদা জাল ফসলের উপরে ছায়া দেয় না। এতে পাখিরাও বেগুন গাছের ফুল এবং কচি ফল নষ্ট করতে পারে না।
*সূর্য ওঠার আগে খুব সকালে মথগুলো বেগুন গাছের কচি ডগায় উড়ে-উড়ে ডিম পাড়ে।
*খুব সকালে উড়ন্ত মথগুলো দেখে ঝাড়ু দিয়ে পিটিয়ে মেরে ফেলুন।
*ক্ষেতে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। বিভিন্ন পোকার বিভিন্ন গন্ধ বা ফেরোমন থাকে।
*স্থানীয় কৃষি ডিলারের কাছ থেকে বিভিন্ন ধরনের পোকা ধরার ফাঁদ কিনতে পারেন।
*নিশ্চিত হয়ে নিন যে, মথ মারার জন্য আপনি ঠিক ফাঁদটিই কিনেছেন।
*ফাঁদের নিচের দিকে মথেরা ডিটারজেন্ট পানিতে ধরা পড়ে।
*প্রতিদিন ফেরোমন ফাঁদ পরখ করুন। দরকার হলে ডিটারজেন্ট পানি রিফিল ও পরিবর্তন করুন।

*স্থাপনের ৪০ দিন পরপর ফেরোমন টোপ বদলান।

ফার্মসএন্ডফার্মার/০৭জুন২০