বেগুন গাছে টমেটোর চাষ পদ্ধতি

673

বেগুন-গাছে-টমেটো

শুনলে অবাক হতেই পারেন। তবে অবাক হওয়ার মতো খবর কিন্তু নয়। কলমের সাহায্যে এটা অসম্ভব কিছু নয়। অনেকেই বেগুন গাছে টমেটোর চাষ করে সাফল্য পেয়েছেন।

জমিতে বেগুন গাছে টমেটোর কলম করে চাষ করতে পারেন। এটি একটি ভালো পদ্ধতি। এর মাধ্যমে কম জমিতে কম সময়ে বেশি সবজি উৎপাদন করতে পারেন। এমনকি বাড়ির ছাদে টবেও এগুলো চাষ করা যায়।

এর জন্য টমেটো গাছের ডগা কেটে বেগুন গাছের সঙ্গে কলম করতে পারেন। কিছুদিন পর দেখবেন টমেটোর ডগাগুলো যেন মরে না যায়। মরে না গেলে সেগুলো বেগুনের ডগার মতোই বড় হবে।

মাস খানেক পরে দেখবেন বেগুন গাছে টমেটোর ডগায় টমেটো ধরেছে। এতে একেকটি গাছ থেকে প্রায় ২ কেজি করে টমেটো পাওয়া যাবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন