ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষক মাঠ দিবস ও রিভিউ ডিসকাসন

335

কৃষি001
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) কৃষকের বাস্তবায়িত বারি সরিষা-১৪এর প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাসন অনুষ্ঠিত হয়।

গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) কসবা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আখছিনা ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা ইভা আক্তারের পরামর্শে এ মাঠ দিবস ও রিভিউ ডিসকাসন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রায় দুই শাতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। অধিক পুষ্টি সমৃদ্ধ খাদ্য ডাল, তেল ও মসলা উৎপাদন করে আবার  সে ফসল থেকে বীজ সংগ্রহ করে ফসল উৎপাদন করে দেশে খাদ্য ও পুষ্টির চাহিদা মিটিয়ে সকল পর্যায়ের কৃষক কৃষাণীকে আর্থিক সাবলম্বী করে গড়ে তোলা এ মাঠ দিবসের উদ্দেশ্য।

মাঠ দিবস অনুষ্ঠানে আখছিনা পূর্বপাড়া পুরুষ সিআইজির পক্ষ থেকে কৃষক ফায়েজ মিয়া বারি সরিষা-১৪ এর উৎপাদন এর অভিজ্ঞতা সম্পর্কে বলেন, আমি ১ একর জমিতে সরিষা চাষ করে ৪৫০ কেজি ফলন পেয়েছি। আমি খুবই খুশি।

তিনি সবার উদ্দেশ্যে বলেন, আমি এ সরিষার বীজ গ্রামের সবাইকে দিয়ে সহোযোগিতা করবো।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।

কৃষি002
প্রধান অতিথি বলেন, প্রতি বছর ভোজ্য তেল আমদানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে। এতে করে এক দিকে যেমন খাবারের সাথে অনিশ্চিত তেল গ্রহণ করে স্বাস্থ্যহানি হচ্ছে অন্যদিকে দিন দিনই আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু আমরা যদি বারি সরিষা-১৪ আবাদ নিশ্চিত করতে পারি তাহলে শতভাগ স্বাস্থ্যসম্মত তেল খাবারের সাথে যুক্ত করতে পারবো। মৌমাছির চাষ করে ফসলের ফলন বাড়িয়ে মধু উৎপাদন করতে পারবো, সে সাথে আমাদের কৃষক ভাইয়েরা আর্থিক সমৃদ্ধিও অর্জন করতে পারবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রযুক্তিগত বক্তব্য রাখেন, কৃষিবিদ মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া, সভাপতিত্ব করেন-কৃষিবিদ মো. মাজেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, কসবা। অনুষ্ঠান সঞ্চালনা করেন-মো. মহসিন মিজি, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

সংবাদদাতা: মো. মহসিন মিজি, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন