ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশবান্ধব কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত

327

কুমিল্লা-জেলার-মানচিত্র

মো. মহসিন মিজি, কুমিল্লা থেকে: গত ২৯ মার্চ আইপিএম (সমন্বিত বালাই ব্যবস্থাপনা) কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় আশুগঞ্জ উপজেলার চরলালপুর গ্রামে স্থাপিত চরলালপুর আইপিএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক, মোহাম্মদ আবু নাছের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, চরালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এমএম আবুল খায়ের, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর কৃষি অনুষদ বিভাগের সহকারি আধ্যাপক দেবাশীষ রায় এবং প্রেস ক্লাব, আশুগঞ্জ উপজেলার সিনিয়র সহ সভাপতি মো. মোজাম্মেল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আরিফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বিটি বেগুন-২ সবজি ফসলের উপর ১৪ সপ্তাহব্যাপী স্কুল পরিচালনায় সহায়তাকারি হিসেবে ছিলেন মো. অলিউর রহমান, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার, মো. জুলফিকার হাকিম, উপসহকারি কৃষি অফিসার ও মোহা. নুরে আলম, উপসহকারি কৃষি অফিসার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।

মাঠ দিবস অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়, ময়মনসিংহ এর ৪০ জন ছাত্র/ছাত্রী, প্রায় দুই শতাধিক কৃষক/কৃষানী সহ আশুগঞ্জ উপজেলার উপসহকারি কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন। আইপিএম(সমন্বিত বালাই ব্যবস্থাপনা) কৌশলের মাধ্যমে কিভাবে নিরাপদ ফসল উৎপাদন করা যায় তা ০৬টি বুথ স্থাপনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

এলাকার কৃষক/কৃষানী বুথ পরিদর্শনের মাধ্যমে আইপিএম এর সকল পদ্ধতি হাতে কলমে জানতে পেরেছেন এবং শিখেছেন।

কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণার্থী কামাল হোসেন বলেন, কৃষক মাঠ স্কুলের মাধ্যমে আমরা আইপিএম এর পাঁচটি উপাদান যথা জৈবিক ব্যবস্থাপনা, আধুনিক চাষাবাদ পদ্ধতি, বালাইসহনশীল জাত, যান্ত্রিক দমন ও বালাইনাশকের যুক্তিসঙ্গত ব্যবহার সহ আইপিএম(সমন্বিত বালাই ব্যবস্থাপনা) এর সকল প্রযুক্তি হাতে কলমে শিখেছি এবং এ প্রযুক্তিসমুহ ব্যবহার করে বিষমুক্ত নিরাপদ ফসল বিটি বেগুন-২ উৎপাদন করেছি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইপিএম(সমন্বিত বালাই ব্যবস্থাপনা) একটি পরিবেশ বান্ধব নিরাপদ ও আর্থিক সাশ্রয়ী ফসল উৎপাদন প্রযুক্তি। তিনি চরলালপুর আইপিএম কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণার্থীদেরকে আইপিএম এর প্রযুক্তি সমুহ এলাকার সকল কৃষক/কৃষাণীর মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান।

কৃষিকাজে নারীদের সম্পৃক্ততা দেখে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং নারীদের কৃষিকাজে আরো সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।

সংবাদদাতা: মো. মহসিন মিজি, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন