ব্রিডার্স অ্যাসোসিয়েশন সভাপতির মায়ের ইন্তেকাল

2020

ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) সভাপতি এবং নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমানের (টুটুল) মা সামছুন নাহার (৭৫) ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। গতকাল রবিবার (১০ মে) রাত ৯ টায় চট্টগ্রামের মা ও শিশু হাসাপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবিবার দিবাগত রাত ১টায় খুলশী এলাকায় অবস্থিত পাহাড়িকা আবাসিক জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় গরীবুল্লাহ শাহ্ মাজার গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

মরহুমা সামছুন নাহার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তিনি একজন স্বজ্জন ও বিনয়ী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্ তায়ালা’র দরবারে মরহুমার রূহের মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সকলকে বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

উনার মৃত্যুতে ফার্মসএন্ডফার্মার পরিবার গভীরভাবে শোকাহত।

ফার্মসএন্ডফার্মার/১১মে২০