ব্রুডারে শীতকালে বাচ্চার মৃত্যুরোধে খামারিদের করণীয়

384

বর্তমানে আমাদের দেশে ব্যাপকহারে পোল্ট্রি খামার গড়ে উঠেছে। খামারে ব্রুডিং করার পর অনেক সময় বাচ্চা মারা যায়। আর এই মারা যাওয়ার পিছনে রযেছে নানাবিধ কারণ। ব্রুডারে বাচ্চা মারা যাওয়া বন্ধ করতে খামারিদের করণীয় কি কি রয়েছে তা ভালোভাবে জেনে রাখতে হবে।

ব্রুডারে বাচ্চা মারা যাওয়া বন্ধ করতে খামারিদের করণীয়ঃ
১। একসাথে অনেকগুলো বাচ্চা ব্রুডিং করলে কিংবা বাচ্চার ঘনত্ব বেশী হলে বাচ্চা মারা যেতে পারে। শীতের সময় ব্রুডার প্রতি ২৫০-৩০০টি বাচ্চা দিয়ে ব্রুডিং করতে হবে।

২। শীতের সময়ে বাচ্চা মারা যাওয়া বন্ধ করতে ব্রুডারে পর্যাপ্ত জায়গা রাখতে হবে। এতে গাদাগাদি হয়ে ব্রুডারে বাচ্চা মারা যাবে না।

৩। ব্রুডার পর্দা দিয়ে ঢেকে না দিলে তাপ ব্রুডার থেকে বেরিয়ে গিয়ে তাপের অপচয় ঘটায় এবং ঠান্ডা বাতাস ব্রুডারের ভিতর প্রবেশ করার সুযোগ সৃষ্টি করে। ফলে ব্রুডারের তাপমাত্রা কমে গিয়ে মর্টালিটি ঘটে।

৪। ব্রুডারে পর্যাপ্ত খাদ্য ও পানির পাত্র না দিলেও দেয়া হলে বাচ্চা পরিমান মত খাদ্য ও পানি গ্রহন করতে পারে না। ফলে এনার্জি লস ও ডিহাইড্রেশনের কারনে বাচ্চা মারা যেতে পারে। এজন্য ৫০ টা বাচ্চার জন্য ১ টা ট্রে ফিডার ও ১ টা পানির পাত্র দিতে হবে। শীতকালে পানির পাত্র নিয়ে কিপ্টামি অনেক বড় ক্ষতি করতে পারে।

৫। ব্রুডারে লিটারের পুরুত্ব কমে গেলে মেঝে থেকে ঠান্ডা লেগে বাচ্চার শরীরের তাপমাত্রা কমে যেতে পারে। অতিরিক্ত ঠাণ্ডায় বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে।

ফার্মসএন্ডফার্মার/০১ফেব্রুয়ারি২০২১