ব্রেকিং নিউজ: আহকাব আন্তর্জাতিক মেলা স্থগিত, দ্রুতই জানানো হবে পরবর্তী তারিখ

330

ahcab-logo-1
চীনে উদ্ভুত করোনা ভাইরাসের ব্যাপকতার জন্য পঞ্চম আহকাব আন্তর্জাতিক মেলা ২০২০ স্থগিত করেছে আয়োজক এনিমেল হেলথ কোম্পানীজ এসোসিয়েশন অফ বাংলাদেশ (আহকাব)

সোমবার ( ১০ ফেব্রুয়ারী ২০২০ ইং) সংগঠনের সভাপতি ডা মো নজরুল ইসলাম ও মহাসচিব ডা মো কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি হতে এ তথ্য পাওয়া যায়। তবে দ্রুত পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।

85007124_3047948951890844_3053013971205357568_o-768x1024
উল্লেখ্য আগামী ১২-১৪ মার্চ ২০২০ ইং আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরাতে ৫ম আহকাব আন্তর্জাতিক এ মেলা অনুষ্ঠিত হওয়ায় কথা ছিলো।

ফার্মসএন্ডফার্মার/১০ফেব্রু২০২০