ব্রয়লারে রোগ তত্তঃ মুরগির মৃত্যুর সময় নির্ণয়

343

diseases cycle in broiler (ব্রয়লারে রোগ তত্তঃ)

খুসখুস কাশি ৭ দিন তার পর ঠিক হয়ে যায়।

১২ দিনে মাইল্ড সি আর ডি যা এন্টিবায়োটিকে ভাল হয়ে যায়।

১৪ দিনে মাইল্ড আই বি ডি সাথে আই বি এইচ আর ১৮-২০ দিনে আমাশয় হয়।

২৫ দিনে ভাইরাস আক্রমণ করে ফলে ১-২% মারা যায়, যদি এন্টিবায়োটিক দেয়া হয় তাতে আরো বেশি মারা যায়।

ডিসেম্বর থেকে জানোয়ারী এবং জুন থেকে জুলাই মাসে বেশি হয়।

#মৃত্যুর সময় নির্ণয়ঃ

ক্রপে কিছু থাকেনা,গিজার্ডে খাবার থাকে এবং ইন্টেস্টাইনে (excreta) খাবারের কিছু অংশ থাকেঃ২-৩ ঘন্টা আগে মারা গেছে।

ক্ষুদ্রান্তে কিছু থাকেনাঃ ৬ ঘন্টা আগে মারা গেছে।

ফার্মসএন্ডফার্মার/০৮সেপ্টেম্বর২০