মুরগির গুরুত্বপূর্ণ রোগ :
১।ভাইরাল
ক)মারেক’স
খ)রাণীক্ষেত
গ)গাম্বোরু
ঘ)ভাইরাল আরথ্রাইটিস
ঙ)এগ ড্রপ সিনড্রম
চ)ইনফেকশাস ব্রংকাইটিস( আই বি)
ছ) পক্স
জ)লিম্ফয়েড লিউকোসিস/এভিয়ান লিউকোসিস
ঝ) আই বি এইচ
ঞ)ইনফেকশাস লেরিংগোট্রাকিআইটিস( এই এল টি)
ট)এভিয়ান এনসেফালোমাইয়েলাইটিস
ঠ)ইনফেকশাস চিকেন এনিমিয়ি
ড)এভিয়ান ইনফ্লুয়েঞ্জা
২।ব্যাকটেরিয়াল
ক)অমফ্যালাইটিস
খ)সালমোনেলোসিস
গ)ইনফেকশাস কোরাইজা
ঘ)ক্রোনিক রেসপিরেটরি ডিজিজ (সিআরডি)
ঙ)ক্লসট্রিডিয়াল ইনফেকশন
চ)ফাউল কলেরা
ছ)ফাউল টাইফয়েড
জ)ফাউল প্যারা টাইফয়েড
ঝ)স্ট্যাফাইলোকক্কোসিস
ঞ)স্ট্রেপটোকক্কোসিস
৩।প্রোটোজোয়াল :
ক)কক্সিডিওসিস
৪।ফাংগাল ডিজিজ :
ক)ব্রুডার নিউমোনিয়া (এসপারজিলোসিস)
খ)আফলাটক্সিকোসিস
গ)ওকরাটক্সিকোসিস
ঘ)টি ২ টক্সিন
৫।প্যারাসাইটিক
ক)অন্তঃপরজীবি:যেমন-এসকারিয়াসিস,টেপ ওয়ার্ম,টিক ফিভার ইত্যাদি।
খ)বহিঃপরজীবি:যেমন-টিক,মাইট,উকুন ইত্যাদি
৬।নিউট্রিশনাল ডিজিজ:
ক)ভিটামিনের অভাব জনিত রোগ
খ)খনিজ পদার্থের অভাব জনিত রোগ
গ)প্রোটিনের অভাব জনিত রোগ
ঘ)পুষ্টির ভারসম্যহীনতা জনিত রোগ;যেমন-ফ্যাটি লিভার কিডনি সিনড্রম।
৭।অন্যান্য
ক)ক্যানাবালিজম (ঠোকরা ঠুকরি)
খ)পেস্টি ভেন্ট ডিজিজ
গ)ক্রোপ ইমপ্যাকশন
ঘ)কেইজ লেয়ার ফ্যাটিগ
ঙ)ইউট্রাইন প্রল্যাপস
চ)সাডেন ডেথ সিনড্রম
ছ)হিট এন্ড কোল্ড স্ট্রেস জনিত রোগ
জ)হিট স্ট্রোক ইত্যাদি। ।
ব্রয়লারের কি কি রোগ হয়
শুধু বা প্রধানত ব্রয়লারে হয়
১।আই বি এইচ
২।রিও(শুধু ব্রয়লার)
৩।এসাইটিস
৪।নেক্রোটিক এন্টারাইটিস
৫।সাডেন ডেথ সিনড্রম
৬।রান্টিং স্টান্টিং সিনড্রম
৭।চিকেন ইনফেকশাস এনিমিয়া
৮।গাউট
ব্রয়লারের অন্যান্য রোগঃ
৭।গাম্বোরু
৮।মাইকোপ্লাজমা
৯।রানিক্ষেত
১০।আই বি
১১।এ আই
১২।ই -কলাই
১৩।নিউমোনিয়া
১৪।কক্সিডিওসিস
১৫।মাইকোটক্সিকোসিস
১৬।পলোরাম
কমার্শিয়াল ব্রয়লারের যে রোগ গুলি হয় না
মেরেক্স
লিউকোসিস
ই ডি এস
কলেরা
প্রধানত লেয়ারের রোগঃ
মেরেক্স
লিউকোসিস
লেয়ারে যে রোগগুলি প্রধানত হয় না
রিও
আই বি এইচ
সাডেন ডেথ সিন্ডম
রান্টিং স্টান্টিং সিন্ডম
এন্টারো ভাইরাস
চিকেন ইনফেকশাস এনিমিয়া