ব্রয়লার ও লেয়ার মুরগি পালন বা ব্যবসা করতে যা জানা জরুরী

639

ব্রয়লার ও লেয়ার মুরগি পালন বা ব্যবসা করতে যা জানা জরুরী সেগুলো ভালোভাবে জেনেই তারপর ব্যবসা শুরু করা উচিত। লাভজনক হওয়ায় বর্তমানে আমাদের দেশে অনেকেই ব্রয়লার ও লেয়ার মুরগি পালন করে আসছেন। ব্রয়লার ও লেয়ার মুরগি পালন বা ব্যবসা করতে বেশ কিছু বিষয় জেনে রাখতে হয়। আজকের এ লেখায় আমরা জেনে নিব ব্রয়লার ও লেয়ার মুরগি পালন বা ব্যবসা করতে যা জানা জরুরী সেই সম্পর্কে-

ব্রয়লার ও লেয়ার মুরগি পালন বা ব্যবসা করতে যা জানা জরুরীঃ
১। কোন জাতের এবং কতটি ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় করতে হবে?

২। কোন কোন ধরনের খাবার লাগবে?

৩। ব্রয়লারের জন্য প্রয়োজনীয় টিকা কোথায় পাওয়া যাবে? এর জন্য কোথায় যেতে হবে?

৪। বিক্রয়যোগ্য ব্রয়লার মুরগির বাচ্চা কত ওজনের হবে?

৫। ব্রয়লার খাদ্যের উৎস কোথায়?

মুরগির বাসস্থান:

১. কোথায় মুরগির বাসস্থান তৈরি করা ঠিক হবে?

২. মুরগির সংখ্যা অনুযায়ী কয়টি ঘর তৈরি করতে হবে?

৩. ঘরের পরিবেশ কেমন রাখতে হবে?

৪. ঘর তৈরির জন্য কি কি উপকরণ লাগবে এবং সেগুলো কোথা থেকে সংগ্রহ করতে হবে?

৫. মুরগির বাসস্থানের জন্য সঠিক স্থান কেমন হবে?

মুরগি পালনে মূলধন বা পুঁজিঃ

১। মুরগির বাচ্চার সংখ্যা অনুযায়ী পুঁজি কত প্রয়োজন হবে?

২। মুরগির ঘর তৈরিতে কত খরচ হবে?

৩। মুরগির খাদ্য ও পরিবহনের জন্য কত খরচ হবে?

৪। বিজ্ঞাপনের জন্য খরচ কেমন হতে পারে?

৫। কিভাবে পুঁজি সংগ্রহ করা যাবে?

বিক্রয়ের প্রচার পদ্ধতি:

১। ক্রেতা সরাসরি এসে ক্রয় করবে কিনা?

২। মুরগি বিক্রি করার জন্য বিক্রয় ব্যবস্থা কেমন হবে?

৩। ক্রেতার প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা।

৪। খামারের জন্য কোন সাইন বোর্ড হবে কিনা?

৫। একটি নির্দিষ্ট স্থানে উৎপাদিত মুরগি ও ডিম বিক্রয়ের ব্যবস্থা করা।

৬। ঋতু বা মৌসুম এবং উৎসবের সময় অনুযায়ী ক্রয় ও বিক্রয় করা।

ক্রেতাঃ

১। বিক্রয়ের ধরন কেমন হবে (পাইকারী বা খুচরা বিক্রি)?

২। বিক্রি করা হবে কার কাছে (স্থানীয় জনগণ, খুচরা বিক্রি, হোটেল)?

৩। স্থানীয় ক্রেতাদের কেনার ক্ষমতা কেমন?

নিজস্ব দক্ষতা ও যোগ্যতাঃ

১। ঋণ পাওয়ার সুবিধা আছে কিনা?

২। ব্রয়লার মুরগি পালনে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের সুবিধা আছে কিনা?

৩। ব্রয়লার মুরগি পালন বা ব্যবসার ঝুঁকির বিষয়ে প্রশিক্ষণ আছে কিনা?

৪। নিজস্ব কোন পুঁজি আছে কিনা?

৫। ব্রয়লার মুরগি পালন বিষয়ে কোন অভিজ্ঞতা আছে কিনা?

৬। ব্রয়লার মুরগি ব্যবসা সম্পর্কিত হিসাব নিকাশ গুলো সঠিকভাবে জানা আছে কিনা?

ফার্মসএন্ডফার্মার/ ১২ ফেব্রুয়ারি ২০২২