ব্রয়লার মুরগির বয়স অনুযায়ী যেসব রোগের টিকা দিবেন

222

ব্রয়লারের ভ্যাক্সিন বা টিকার শিডিউল

৩-৫ দিন বয়সের মুরগিকে- রাণীক্ষেত +ব্রংকাইটিস রোগের টিকা দিতে হবে।

৭-১০দিন বয়সে – গাম্বোরো ভ্যাক্সিন।

১৪-১৭ দিন বয়সে- গাম্বোরো।

আরও পড়ুন- নতুন বছরে দাম বাড়বে মুরগি ডিমের

১৮-২০ দিন বয়সে -রাণীক্ষেত +ব্রংকাইটিস।

মনে রাখতে হবে, রোগের প্রতিকারের চেয়ে রোগের প্রতিরোধ উত্তম। ভ্যাক্সিন দিয়ে রোগের প্রতিরোধ করা যায়।

লেখক: ডা. এম.আই. আল-মারুফ, পোল্ট্রি পরামর্শক, পোল্ট্রি কেয়ার বিডি।

ফার্মসএন্ডফার্মার/ ১২ ডিসেম্বর, ২০২২

আরও পড়ুন- মুরগির ফাউল টাইফয়েড রোগ হলে যা করবেন

 মুরগিকে কৃমির ঔষধ খাওয়ানোর নিয়ম