বড় হচ্ছে আম, রেকর্ড উৎপাদনের আশা

322

002

ইলিয়াস আরাফাত, স্টাফ রিপোর্টার : মুকুল থেকে গুটি। গুটি থেকে কুড়িল। এখন গাছের আম বেশ বড়। গাছে আম যতো বড়ো হচ্ছে ততো বেশি চাষিদের স্বপ্ন দীর্ঘ হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে ঝড়বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা।

রাজশাহীতে এ বছর রেকর্ড পরিমাণ আম উৎপাদন হবে বলে আশা করছেন ফল গবেষণার বৈজ্ঞানিক কর্মকর্তারা।

রাজশাহীর ফল গবেষণা কার্যালয় সূত্রমতে, চলতি বছর রাজশাহীতে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৪৬৫ হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৩ হাজার ৪২৬ মেট্রিক টন। গত বছর রাজশাহীতে আম চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৪২০ হেক্টর জমিতে। এর আগে এত পরিমাণ জমিতে আম চাষ কখনোই হয়নি।

গত বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ আট হাজার ৬৬৪ মেট্রিক টন।

আমের ভেতরে আঁটি শক্ত হতে শুরু করেছে। তাই আম চাষিদের স্বপ্নগুলোও দীর্ঘ হচ্ছে। ইতোমধ্যেই আম নিয়ে শুরু হয়েছে নানা কর্মযজ্ঞ। পাশাপাশি ঝড়বৃষ্টি নিয়ে ক্ষতির আশঙ্কাও চাষিদের মনে।001

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলীম ফার্মসঅ্যান্ডফার্মারকে জানান, রাজশাহীতে এবার মুকুল হয়েছে বেশ। তাই ভালো উৎপাদন নিয়ে আশাবাদী তারা।

তিনি আরো জানান, হেক্টরপ্রতি গড়ে ১৫ দশমিক ৫৮ মেট্রিক টন হারে আম উৎপাদন হবে বলে এবারও আশা করা হচ্ছে। সেই হিসেবে এবার আমের উৎপাদন গতবারের চেয়ে অনেক বাড়বে, যা হবে গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে বেশি।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ আরাফাত, মোমিন