বয়লার মুরগী’র জন্য আদার গুণাগুণ :-
১। আদা অনেক ভালমানের রুচি বর্ধক।
২। এটি একটি এন্টি অক্সিডেন্ট।
৩। মুরগীর ধকল কমাতে সহায়তা করে।
৪। এটা রক্তপ্রবাহ উত্তেজক তাই শীতে শরীর গরম রাখতে সহায়তা করে।
৫। আদা খাদ্য হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং ভাল মত হজমে সাহায্য করে।
৬। ঠান্ডার ধকল কমাতে আদার রস ব্যবহার করা যায়।
৭। শ্বাসতন্ত্রের উত্তেজক হিসেবে কাজ করে তাই সর্দির সময় ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়।
ব্যবহার:- প্রতিদিন ২০০ গ্রাম আদার রস প্রতি ১০০০ মুরগীর জন্য ১৪ দিনের পর থেকে টানা ৩ দিন খাওয়ানো যেতে পারে। এর পর ৫ দিন বিরতি দিয়ে আবার ৩ দিন খাওয়াতে পারবেন।
ফার্মসএন্ডফার্মার/১৩ফেব্রুয়ারি২০২১