বয়স অনুযায়ী ছাগলের দানাদান খাদ্য উপাদান ও পরিমাণ

3176

বয়স অনুযায়ী ছাগলের দানাদান খাদ্য উপাদান ও পরিমাণ সম্পর্কে আমাদের দেশের অনেক ছাগল পালনকারীরই জানা নেই। আমাদের দেশে ছাগল পালন একটি বেশ লাভজনক পেশা। ছাগল পালন করার মাধ্যমে অনেকেই তাদের দারিদ্রতা দূর করে হচ্ছেন স্বাবলম্বী। তবে ছাগল পালন করার ক্ষেত্রে ছাগলকে সঠিক নিয়মে খাদ্য প্রদান করতে হবে। আজ চলুন জেনে নেই বয়স অনুযায়ী ছাগলের দানাদান খাদ্য উপাদান ও পরিমাণ সম্পর্কে-

বয়স অনুযায়ী ছাগলের দানাদান খাদ্য উপাদান ও পরিমাণঃ
দুগ্ধবতী ছাগী এবং এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্যঃ

১। গম ভাংগা কিংবা চালের খুদ ১৮ কেজি।

২। ভূট্টা ভাংগা ৪২ কেজি।

৩। সরিষার খৈল বা মটর ডাল অথবা ধইঞ্চা বীজ ০৮ কেজি।

৪। রাইস ব্রান ২২.৩৫০ কেজি।

৫। সয়াবিন মিল ০৭ কেজি।

৬। ডি.সি.পি ০১ কেজি।

৭। আয়োডিন লবন ০১ কেজি।

৮। ভিটামিন প্রিমিক্স ২৫০ গ্রাম।

৯। বেকিং সোডা (খাবার সোডা) ১০০ গ্রাম।

১০। মেথি ১০০গ্রাম।

১১। কালোজিরা ১০০ গ্রাম।

১২। আজওয়াইন (জোয়ান, জৈন নামে পরিচিত) ১০০গ্রাম।

মোট = ১০০ কেজি।

এক বছরের বেশী বয়সী ছাগী, খাসি, পাঠা এবং গর্ভবতী ছাগীর জন্যঃ

১। গম ভাংগা/ চালের খুদ ২০কেজি।

২। ভূট্টা ভাংগা ৪৭কেজি।

৩। সরিষার খৈল/মটর ডাল (এ্যাংকর)/ধইঞ্চা বীজ ১০কেজি।

৪। রাইস ব্রান ২০.৩৫০কেজি।

৫। ডি.সি.পি ০১কেজি।

৬। আয়োডিন লবন ০১কেজি।

৭। ভিটামিন প্রিমিক্স ২৫০ গ্রাম।

৮। বেকিং সোডা (খাবার সোডা) ১০০গ্রাম।

৯। মেথি ১০০গ্রাম।

১০। কালোজিরা ১০০গ্রাম।

১১। আজওয়াইন (জোয়ান, জৈন নামে পরিচিত) ১০০গ্রাম।

মোট = ১০০ কেজি।

অতিরিক্ত আরো কিছু উপাদান যা লাগবে-

১। চিটা গুড় (রাব, নালী গুড় নামে পরিচিত)

২। বেকারী ঈস্ট (সুপার শপ অথবা বড় মুদি দোকানে পাবেন)

প্রতিদিন যে পরিমাণ খাদ্য দিতে হবেঃ

বিএলআরআই এর তথ্য অনুযায়ী প্রাপ্ত বয়ষ্ক ব্লাক বেংগল ছাগলের জন্য মাথাপিছু ১৬০ গ্রাম দানাদার প্রয়োজন হয়। ক্রস ছোট আকারের ছাগলের জন্যও এটা অনুসরণ করা যেতে পারে। সাধারণত বড় জাতের ছাগলের জন্য দৈনিক ২০০-৪০০ গ্রাম দানাদার খাবার দিতে হয়।

এছাড়াও ছাগলের জাত, দুধ উৎপাদন, ঘাসের প্রোটিনমান, দৈহিক ওজন ইত্যাদি আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে|

ফার্মসএন্ডফার্মার/০২মে২০