ব্রয়লারের ভ্যাক্সিন বা টিকার শিডিউল
৩-৫ দিন বয়সের মুরগিকে- রাণীক্ষেত +ব্রংকাইটিস রোগের টিকা দিতে হবে।
৭-১০দিন বয়সে – গাম্বোরো ভ্যাক্সিন।
১৪-১৭ দিন বয়সে- গাম্বোরো।
১৮-২০ দিন বয়সে -রাণীক্ষেত +ব্রংকাইটিস।
মনে রাখতে হবে, রোগের প্রতিকারের চেয়ে রোগের প্রতিরোধ উত্তম। ভ্যাক্সিন দিয়ে রোগের প্রতিরোধ করা যায়।