ভারতে পাচারকালে ১১ হাজার সোনালি মুরগির বাচ্চা জব্দ

321

মুরগি

বিকে সরকার: জয়পুরহাট থেকে: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাংলাদেশি সোনালি জাতের একদিন বয়সী ১১ হাজার ২০০ মুরগির বাচ্চা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ভোরে উপজেলার কয়া বিওপির (বর্ডার আউট পোস্ট) রামভদ্রপুর সীমান্ত এলাকা থেকে মুরগির বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

জয়পুরহাটের ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির অধীনস্থ পাঁচবিবির কয়া ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভোরে কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা রামভদ্রপুর সীমান্তে অভিযান চালাই। ওই সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ১১ হাজার ২০০টি বাংলাদেশি সোনালি জাতের মুরগির বাচ্চা ফেলে পালিয়ে যায়।

তবে ওই সময় পাচারকারীদের কাউকেও আটক করতে পারেনি বিজিবি।

পরে উদ্ধারকৃত বাংলাদেশি মুরগির বাচ্চাগুলো দিনাজপুরের হিলি কাস্টমসের মাধ্যমে বিক্রয় করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন