ভালবাসা দিবসে ঝিকরগাছায় ১৪ কোটি টাকার ফুল বিক্রি

348

ফুল
তরিকুল ইসলাম মিঠু, যশোর থেকে: ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে যশোর গদখালীর ফুলের বাজারে ১৪ কোটি ফুল বিক্রি হয়েছে। বুধও বৃহস্পতিবার এ বিপুল পরিমানের টাকা মূল্যের ফুল বিক্রি হয়েছে।

যশোর শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে যশোর-বেনাপোল মহাসড়ক ধরে গেলে ঝিকরগাছার গদখালী বাজার। ফুলের সাম্রাজ্যে হিসেবেই এলাকাটির রয়েছে সারাদেশে পরিচিতি। এখানকার ফুলচাষিরা দেশের মোট ফুলের চাহিদার ৭০ ভাগ জোগান দেয়।

ফুল চাষি শের আলী রমিজউদ্দিন  জানান, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিকে তাকিয়ে ছিলা যে, এ দিনে আশানুরূপ ফুল বিক্রি করতে পারব। কিন্তু শতভাগ আশা পূরণ না হলেও মোটামুটি ৮০ শতাংশ আশা পূরণ হয়েছে।

গফুর নামে এক ফুল ব্যবসায়ী জানান, ফূলগুলো এখান থেকে বান্ডিল করে চালান হয়ে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে প্রতি পিস গোলাপ ১২-১৩ টাকা, রজনীগন্ধা প্রতি পিস ৫ টাকা, জিপসি ফুল তোড়া ২০-৫০ টাকা, গাঁদা ২৫০ টাকা শ, রথ স্টিক প্রতি পিস ১ টাকা, কামিনি পাতা তাড়ি ২০ টাকা, জারবেরা প্রতি পিস ৫-৮ টাকা, ভুট্টা ফুল প্রতি পিস ৫ টাকা বিক্রয় হয়েছে। তবে অন্য বছরের তুলনায় এবার ফুলের দাম একটু কম বুধবারও বৃহস্পতিবার দু’দিনে এখানে ফুল বিক্রয় হয়েছে উপলক্ষে ১৪ কোটি টাকা।

তবে সরকারি সহায়তা পেলে চাষিরা ফুল চাষে আরও আগ্রহী হবে বলে জানান এ চাষি।

গদখালীর ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম নিউজবাংলাদেশকে জানায়, এবার সরকারিভাবে ১৬ ডিসেম্বর পালিত না হওয়ায় ফুল ব্যবসায়ীরা কিছুটা ক্ষতির মুখে পড়েছে। এর পরে চাষিদের আশা ছিল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে তাদের আশানুরূপ ফুল বিক্রি হবে। ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস ও ২১ শে ফেব্রুয়ারি আন্তাজাতিক মাতৃভাষা দিবসে সে লোকসান পুষিয়ে নিবে। ইতোমধ্যে দু’দিন ধরে ফুল বেচা-বিক্রি বেশ ভাল। যার কারণে ফুলচাষিদের মুখে হাসি ফুটেছে। তাদের এখন আশা আছে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিকে। তারা আশা করছে ওই দিন ঝিকরগাছার গদখালী থেকে আরো ১০ কোটি টাকার ফুল বিক্রয় হবে।