ভালমানের একদিন বয়সী মুরগির বাচ্চা চেনার উপায়

234

ভালো মানের মুরগির বাচ্চার বৈশিষ্ট্যসমূহঃ

খামারে পালন করার জন্য মুরগির বাচ্চার যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে সেগুলো নিচে দেওয়া হল-

ভালমানের একদিন বয়সী মুরগির বাচ্চা চেনার উপায়
১। একটি ভালো মানের –

ব্রয়লার মুরগির বাচ্চার ওজন ৩৮ – ৪০ গ্রাম হয়ে থাকে।
লেয়ার মুরগির বাচ্চার ওজন ৩৬ – ৩৮ গ্রাম হয়ে থাকে।

সোনালি (ক্ল্যাসিক) মুরগির বাচ্চার ওজন ২৫ – ৩০ গ্রাম হয়ে থাকে।
সোনালি (হাইব্রিড) মুরগির বাচ্চার ওজন ৩০ – ৩৬ গ্রাম হয়ে থাকে।
হাঁসের বাচ্চার ওজন ৪০ – ৪৮ গ্রাম হয়ে থাকে।

কোয়েল পাখির বাচ্চার ওজন ৬ – ৭ গ্রাম হয়ে থাকে।
২। ভালো মানের মুরগির বাচ্চা লম্বায় ১৭.৫ সেঃমিঃ হয়ে থাকে। ভালো মানের বাচ্চার ওজন ও আকারের মধ্যে সমতা থাকে।

৩। মুরগির ভালো মানের বাচ্চা ঝড়ঝড়ে, শুষ্ক ও কিচিরমিচির শব্দ করে থাকে।

৪। ভালো মানের মুরগির বাচ্চার আচরণ হবে সতর্কমূলক এবং শব্দের প্রতি সংবেদনশীল।

৫। ভালো মানের বাচ্চার নাভীর চারিপাশ শুষ্ক এবং ডাউন ফেদারবিহীন হবে না অর্থাৎ পশম থাকবে। ডাউনফেদার শুষ্ক, নরম এবং সমস্ত শরীরকে ঢেকে রাখবে।

৬। ভালো মানের বাচ্চার পায়ের অনাবৃত অংশ সচ্ছ এবং চকচকে হবে। হক জয়েন্ট ফোলা বা লাল হবেনা কিন্তু হলুদ হবে।

৭। ভালো বাচ্চার মৃত্যুর হার ১% বেশী হবে না এবং দ্বিতীয় সপ্তাহে তা ১.৫% এর বেশী হবেনা।

৮। বাচ্চার পা এবং ঠোট বাকা বা কোঁকড়ানো হবে না। এছাড়াও পায়ুপথ শুকনো হবে।

ফার্মসএন্ডফার্মার/ ২২সেপ্টেম্বর ২০২২