ভালো দামে বিক্রি হচ্ছে তরমুজ, খুশি চাষিরা

522

তরমুজের ভালো দামে খুশি চাষিরা। ঝালকাঠির নলছিটি উপজেলার তরমুজ চাষিরা প্রতি পিস তরমুজ বিক্রি করছেন ১০০ টাকায়।

ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় মোট ৩৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। সদর উপজেলার পোনাবালিয়া ও বিনয়কাঠি এবং গাবখান ধানসিঁড়ি ব্লকে তরমুজ উৎপাদন হয়েছে। নলছিটি উপজেলার দপদপিয়া, চরকয়া ও পৌরসভা ব্লকে তরমুজ বেশি উৎপাদন হয়েছে। রাজাপুর উপজেলার সাংগর, শুক্তাগড়, কেওতা, মঠবাড়ি, পালট ব্লকে এবং কাঁঠালিয়া উপজেলার জাংগালিয়া ব্লকে তরমুজের চাষ বেশি হয়েছে।

উপজেলার দপদপিয়া ইউনিয়নের চরকয়া গ্রামের কৃষক মো. আব্দুস সালাম মল্লিক (৫২)। তিনি সহ আরো চারজন মিলে ৫ বিঘা জমিতে চাষ করেছেন তরমুজ। ৪ বিঘা জমিতে তরমুজের ফলন হয়েছে বেশ। নিয়মিত সার-কীটনাশক প্রয়োগ ও আগাছা পরিষ্কার করার পাশাপাশি কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের কারণে হয়েছে বাম্পার ফলন।

আরেক চাষি মো. সোহাগ খলিফা বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় এলাকায় তরমুজের ফলন ভালো হয়েছে। আমরা মোটামুটি ভালো দাম পাচ্ছি। একেকটি তরমুজ ১০০ টাকায় বিক্রি করছি। একেক গর্তে দুটি করে গাছ। দুই গাছে তিনটি বা চাররটি করে তরমুজ ধরেছে। এরকম চার হাজার গর্ত আছে এই ক্ষেতে।

তরমুজ ক্রেতা হাবিবা বেগম বলেন, এলাকার ক্ষেত থেকে তরমুজ কিনতে পারছি; এটা আমাদের সৌভাগ্য। তাজা ও ফরমালিনমুক্ত তরমুজ কিনতে পেরে আমরা খুশি। দামও কম।

নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি বলেন, উপজেলায় ৯ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এবার বৃষ্টি কম, তাই একটু কম হয়েছে। এছাড়া বাম্পার ফলন হতো। আমরা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে আসছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. ফজলুল হক বলেন, এখানে ভালো তরমুজ চাষ হয়। বন্যার পানিতে চাষিদের কিছুটা ক্ষতি হয়েছে। গত বছর ৯ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এ বছর ৩৫ হেক্টর জমিতে তরমুজ চাষ বেড়েছে। এবার কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে হেক্টর প্রতি ৩৫-৪০ মেট্রিক টন ফলন হবে আশা করা যায়। আগামী বছর ৭০ হেক্টর ছাড়িয়ে যাবে বলে মনে করছি।

ফার্মসএন্ডফার্মার/ ১৪ এপ্রিল ২০২১